কচুয়ায় রাস্তার গাছ কর্তন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:২৭ পিএম, রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ | ১২১৪

কচুয়ায় সরকারি রাস্তার ৬টি মেহগনিগাছ কেটেছে এনজিওর মালিক আবুল হোসেন।

এলাকাবাসি জানায়,কচুয়ার উপজেলার গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠী কুন্ডু পাড়া রাস্তার দু‘পাশে এলজিইডির অর্থয়ানে বনায়ন প্রকল্পের আওতায় গাছ লাগানো হয়। উপজেলার বাধাল বাজারে অবস্থিত অখ্যাত লাইফ এসোসিয়েশন এনিজিওর মালিক আবুল হোসেন ২০ ফেব্রুয়ারী লোকজন নিয়ে ওই রাস্তার ৬টি মেহগনিগাছ কেটে নেওয়ার সময় স্থানীয় লোকজন গাছগুলি আটকিয়ে রেখে ইউপি চেয়ারম্যানকে জানায়।

সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান মিল্টন বাগেরহাট২৪কে জানায়, গাছগুলি আমার আমলে এলজিইডির অর্থয়ানে লাগানো হয়েছিল।


আবুল হোসেন বাগেরহাট২৪কে বলেন, আমি জায়গা ক্রয় করেছি। সে জায়গার গাছ কেটেছি। গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর শিকদার বাগেরহাট২৪কে বলেন আবুল হোসেন রাস্তার ৬টি মেহগনিগাছ কেটেছে যা আমি আটকিয়ে রেখেছি আগামিকাল ব্যবস্থানিব।

উপজেলা এলজিডির কর্মকর্তা আনিসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত