মাদক বিরোধী সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১৭ পিএম, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৪৯০

বাগেরহাটে মাদক বিরোধী প্রচারনা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রসাশকের কার্য্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহনিুজ্জামানের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রসাশনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাগেরহ্ট পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী নওয়াজ, জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান, উপ-পরিদর্শক মো. রুহুল আমীন, সহ-পরিদর্শক বোজেন্দ্র নাথ গাইন, মো. ফরাদ হোসেন, মো. কামাল প্রমুখ।

মতবিনিময় সভায় মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা তাদের বাৎসরিক কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরে বলেন ২০১৯ সালে বাগেরহাটে ৪২০টি অভিযান ,১০১টি মামলা দ্বায়ের, ১০৩ জন আসামী আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত