ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চিতলমারীতে কাস্তে হাতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:৫৯ পিএম, রোববার, ৪ আগস্ট ২০১৯ | ২০৪০

চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযানে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর সামনে পরিস্কার-পরিছন্ন করার জন্য দুজনই কাস্তে হাতে নিয়ে কাজে অংশ গ্রহণ করেন।


পরিস্কার-পরিছন্ন কাজে এ সময় অন্যন্যের মধ্যে অংশগ্রহণ করেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকারিয়া, চিতলমারী উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে। ইতোপূর্বে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্ব-স্ব প্রতিষ্ঠানে পরিস্কার-পরিছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন স্থানে ফগার মেশিন দ্বারা স্প্রে প্রদান করা হচ্ছে। উপজেলা পরিষদ এলাকায়ও পরিস্কার-পরিছন্ন অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত