পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করণের দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৬:০৯ পিএম, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৫০

পিরোজপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরবারে স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউন কাব সড়কে এ মানববন্ধন কমসূচি পালন করে বাংলাদেশ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক কিশোর কুমার সমদ্দার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাজী মুজিবর রহমান, পিরোজপুর সদর উপজেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মিয়া মো: কাদিরুল মুক্তাদির, মিরুখালী স্কুল এন্ড কেেজর অধ্যক্ষ আলমীর হোসাইন, এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ আলম, পিরোজপুর প্রেসকাবের সভাপতি জহিরুল হক টিটু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবয়নের লক্ষ্যে অতিদ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করণের দাবী জানান। পরে তাদের মানববন্ধনে অংশ নেয়া নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত