গণমাধ্যমকর্মীদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিময়

বাগেরহাটে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ | ৫২৭

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন উপলে ইসি থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেই আলোকে কাজ করছি। নির্বাচনী কাজের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও একটি উপজেলায় (মোংলা) নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বপরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ, বাগেরহাট প্রেসকাবের সেক্রেটারি আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত