প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগনের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায়

বাগেরহাটে যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:১৪ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ১০২৬

বাগেরহাটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনকে জনগনের ক্ষমতায়ন দিবস ঘোষণা করায় আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে জেলা যুবলীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে জেলা যুবলীগ বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে যুবলীগের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী যুবলীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনকে জনগনের ক্ষমতায়ন দিবস ঘোষণার প্রস্তাব করলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা ঘোষণা করেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, দোলন মোল্লা, পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলি, বাগেরহাট সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরকার প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত