মোরেলগঞ্জে ইয়াবা ও অস্ত্র সহ একজন আটক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৩৮ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ১১৩৮

মো.মহসীন হাওলাদার

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও অস্ত্র সহ মো.মহসীন হাওলাদার(২৫) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময়ে তার কাছ থেকে ৭২৫পিচ ইয়াবা ও একটি দেশী তৈরী সাটারগান উদ্ধার করা হয়। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ উপজেলার মধুরকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো.মহসীন হাওলাদার ওই এলাকার মৃত.আলমগীর হাওলাদারের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ(ওসি,ডিবি) মো. রেজাউল করিম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শেখ মইনুল ইসলাম,আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক গাজী ইকবালের নেতৃত্বে মোরেলগঞ্জ উপজেলার মধুরকাঠি গ্রামে আভিযান চালিয়ে মো.মহসীন হাওলাদারকে তার বাড়ী থেকে আটক করা হয়। এসময়ে তার ঘর তল্লাশী করে ৭২৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ঘরে থাকা একটি দেশী তৈরী সাটারগান উদ্ধার করা হয়েছে।


আটক মহসীনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৮/১০ মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত