মাদ্রাসা ছাত্রীকে উত্যাক্ত করার  প্রতিবাদে

মোরেলগঞ্জে মারপিটে আহত ৮, থানায় মামলা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৩৭ পিএম, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ | ৫৮৩

মোরেলগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে উত্যাক্ত করার জের ধরে মারপিটে ২ নারীসহ ৮জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাঈম সরদার(২৬), সালাম সরদার(৬০), আখি বেগম(২০), সত্তার হাওলাদার(৫৮), রিদয় হাওলাদার(১৫), নওরোজ হাওলাদার(৬২), মহিদ হাওলাদার(৫৪), এম. বারী(৬৫) কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।


জানা গেছে, মাদ্রাসাছাত্রীকে উত্যাক্ত করার বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রিদয় হাওলাদার ও তার সহযোগীরা নাঈম সরদার, তার স্ত্রী আখি বেগম, সত্তার ও সালামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ২ নারীসহ ৮ জন আহত হয়।


থানার ওসি(তদন্ত) মো. আলমগীর কবির বৃহস্পতিবার সকালে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ ঘটনায় জখমী নাঈম হাওলাদার বাদি হয়ে একই গ্রামের ৬জনের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত