সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:১৫ পিএম, সোমবার, ১ এপ্রিল ২০২৪ | ১৭৫

চিতলমারী উপজেলার সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) বেলা ১১ টায় বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার কক্ষে এ সভা হয়।


বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও মাধ্যমিক স্কুল শিক্ষক মনিমোহন মন্ডল, সদস্য সচিব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই, অভিভাবক সদস্য সাংবাদিক সেলিম সুলতান সাগর, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইব্রাহীম মুন্সি, অভিভাবক সদস্য সঞ্জীব মালাকার, শিক্ষক প্রতিনিধি আরিফা সুলতানা ও অভিভাবক সদস্য মোসা. রোজিনা বেগম।


এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিদ্যোৎসাহী সদস্য লিপি সরকার, ছাত্র অভিভাবক বিথিকা রানী মন্ডল। সভাটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কাবেরী দেবনাথ। সভায় বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত