বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয়, সম্পাদক মধুসূদন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:১৬ পিএম, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | ৩৭৫

স্বাধীন ধর্ম চর্চার অধিকার প্রতিষ্ঠার আহ্বানে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকার শ্রী শ্রী হরিসভা মন্দিরের সামনের রাস্তায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক।


বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিয়ল ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। এসময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনজীবী ভূইয়া হেমায়েত উদ্দিন, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরু সেবানন্দ প্রমুখ।


বক্তারা বলেন, স্বাধীনতার এতো বছর পরেও কেন সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হয়। আজ কেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়। আমরা এই দেশকে অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে দেখতে চাই। দেশের নাগরিক হিসেবে অন্য দশজন মানুষের মত আমরাও স্বাধীনভাবে থাকতে চাই। এজন্য অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।


সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য বাজুস, বাগেরহাটের সভাপতি নিলয় কুমার ভদ্র কে সভাপতি ও ব্যবসায়ী মধুসূদন দাম কে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত