চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত সেই ঘের ব্যবসায়ীর মৃত্যু

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১০:০০ পিএম, রোববার, ৯ জুলাই ২০২৩ | ৩৫৩

মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত এক ঘের ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. মোদাচ্ছের আলী শেখ(৬০) গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এক বছর পূর্বে শারীরিক আঘাত জনিত কারনে মোদাচ্ছের আলীর মৃত্যু হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। দাপ্তরিক কাজ শেষে আজ রবিবার(৯ জুলাই)মোরেলগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ছেলে মিজানুর রহমান জানিয়েছেন।



জানা গেছে, ২০২২ সালের ২৬ জুন বেলা ৭ টার দিকে ঘের সংক্রান্ত্র শত্রæতার কারনে মোদাচ্ছের আলীর হাত, পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে প্রতিবেশি শত্রæ পক্ষের লোকেরা। এ ঘটনার একদিন পরে ২৭ জুন তার স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে ভাইজোড়া গ্রামের রাসেল শেখসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সকল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মামলাটি এখন বিচারাধীন আছে।



এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোদাচ্ছের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তাকে মারপিটের মামলাটি বিচারাধীন। কোর্ট এ বিষয়ে কোন নির্দেশনা দিলে সেভাবে ব্যাবস্থা নেব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত