ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি 

আপডেট : ০৮:৩০ পিএম, সোমবার, ৬ মার্চ ২০২৩ | ৯৫২

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার পতাকা উত্তোলন আয়োজন কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নেজামুল হক নান্না, জেলা পরিষদ সদস্য লিয়াকত আলী তালুকদার, পতাকা উত্তোলন আয়োজক কমিটির আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান মো. এহসাম হাওলাদার, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকাদার, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দীন স্মৃতি পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক লেখক ও গবেষক প্রমূখ।

এর আগে মুক্তিযোদ্ধাগণ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরন করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সনে ৬ মার্চ বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে ভান্ডারিয়ায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত