শেখ হেলাল উদ্দীন কলেজে মহান বিজয় দিবস উদযাপন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:২৯ পিএম, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | ২৬৩

ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বিজয় র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


র‌্যালি শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ৯ টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক চন্দ্র শেখর অধিকারী। এতে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মোহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাশ, সেখ তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, পলি দাশ, সালমা খাতুন, আহবায়ক দিপংকর রায়, প্রভাষক সুব্রত কুমার দাম, শেখ মাহবুবা ফেরদৌসী ও শেখ শামীম ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত