লঘুচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের বন্যপ্রানী প্রজনন কেন্দ্র

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৩:৩৯ পিএম, শনিবার, ১৩ আগস্ট ২০২২ | ৩৬১

বৃস্টি কমে গেলেও লঘুচাপের প্রভাবে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, ফলে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন পর্যটক স্পটগুলো। তবে বন্যপ্রানীর আবাসস্থলগুলোর সেড উচু থাকায় ভিতরে পানি প্রবেশ করতে পারেনি তাই সকল প্রানীই নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের সেখানকার কর্মকর্তা। এদিকে লঘুচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত বহাল রয়েছে, বৃস্টি না থাকলেও আকাশ ভোর থেকেই মেঘাচ্ছন্ন। বন্দরে অবস্থারত বানিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ চলছে স্বাভাবিক গতিতে।


সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, গত তিন দিন সাগরে লঘু চাপের প্রভাবে মৃষলধারে বৃস্টি হচ্ছিল। শুক্রবার বিকাল থেকে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে তাই শনিবার দুপুরের জোয়ারে প্রায় তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে সুন্দরবন প্লাবিত হয়ে তলিয়ে গেছে সুন্দরবন করমজলের পুরো এলাকা। এতে পর্যটক স্পটের রাস্তাঘাটসহ ভিতরে পানি থৈথৈ করছে। তবে বন্যপ্রানীগুলোর আবাসস্থল উচু হওয়ায় এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।


এদিকে আবহাওয়া অফিস বলছে, শনিবারও মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজে পণ্য ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ। আজও নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফলে মোংলা বন্দরে বৃস্টি না হলেও কিছুটা বৈরী আবহাওয়া বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত