কচুয়ায় আইএফএডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৮:১৬ পিএম, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ | ৪৭৭

কচুয়ায় আইএফএডির প্রতিনিধি ও প্রকল্প পরিচালকের উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিএডিসি ও এসএসিপির প্রকল্প পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


কচুয়া উপজেলার স্থলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিডনেস প্রজেক্ট (এসএসিপি)এর প্রকল্পের আওতায় স্থাপিত ভূগর্ভস্থ সেচ নালা, রেইন ওয়াটার হারভেস্টর,সিট ভিলেজ/বীজ গ্রাম,বড় আন্দারমানিক খাল পূন:খনন, লড়ারহাট পানি ব্যবহারকারী দল,ছোটবগা বীজ গ্রাম সমিতি, বড় আন্ধারমানিক খালের পানি ব্যবহারকারী গ্রুপ সহ বিভিন্ন প্রকল্প বৃহস্পতিবার দিন ব্যাপি পরিদর্শন করেন।

এসময়ে আইএফএডির(ইফাদ) টিমলিডার ডন গ্রীনবার্গ (আমেরিকা), টেকনিক্যাল স্পেশালিস্ট মারি অড ইভেন (নেদারল্যন্ড), ভাষা অনুবাদক নাহিয়া মাহমুদ ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে এসএসিপির প্রকল্প পরিচালক ড.মোঃ এমদাদুল হক, এসএসিপি ও বিএডিসির কম্পোনেন্ট ডিরেক্টর মোঃ রেজউর রহমান, বিএডিসি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: আজিজুর রহমান, বিএডিসি বাগেরহাট সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস, উপ-সহকারি সৈয়দ জামাল হোসেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, মঘিয়া ইউপি চেয়ারম্যান পংকজ কান্তি অধিকারী সহ স্থানীয় কৃষক ও কৃষাণী বৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত