ফকিরহাটে ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৪০ পিএম, সোমবার, ৮ নভেম্বর ২০২১ | ৪৮৫

ফকিরহাটে রবি ২০২১-২০২২ মৌসুমে গম,ভ‚ট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মুসুর, ও খেসারী আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আ.রাজ্জাক ও কৃষাণী হোসনে আরা বেগম প্রমূখ।


এদিন উপজেলার ৮ ইউনিয়নের মোট ২৫০ জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারী বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত