সীমিত পরিসরে মোরেলগঞ্জে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৮:৪৩ পিএম, রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১ | ৫৫৩

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে টানা দেড় বছর বন্ধ থাকার পরে আজ রবিবার থেকে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫ শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।
এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০৯টি, মাধ্যমিক স্তরের ১২৭ ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও সুপারভাইজার মো. বাকি বিল্লাহ্ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ পরিদর্শন করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত