মোংলায় তেলের গোডাউনে আগুন, দশ লক্ষ টাকার ক্ষতি

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৪:৫৭ পিএম, রোববার, ১৮ জুলাই ২০২১ | ৫১০

মোংলায় বিদ্যুতের সর্ট সার্কিটে তেলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে মোংলা শিল্প এলাকার দ্বিগরাজ বাজারে এ ঘটনা ঘটে। এসময় মোংলা ইপিজেড ও বন্দরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
মোংলা বন্দরের ইপিজেড ফায়ার ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ আরভিশ আলী দোকান মালিকের বরাত দিয়ে জানায়, দ্বিগরাজ বাজারের বাজুয়া রোডে আক্কাস হোসেনের তেলের দোকান ও সাথে গোডাউন ভর্তি তেল রেখে প্রতি দিনের ন্যায় বাসায় চলে যায়। রাত দেড়টার দিকে হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিটে তেলের দোকানের গোডাউনে আগুন লেগে যায়। এসময় পার্শবর্তী ব্যাবসায়ীরা ডাক চিৎকার দিলে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মোংলা বন্দরের ও ইপিজেড’র দুইটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে গিয়ে এক ঘন্টা প্রানপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে দোকান ভর্তি ডিজেল তেল থাকার কারনে আগুন নিভাতে সময় বেশী লেগেছে বলে জানায় তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ওই দোকানের পার্শবর্তী আরো তিনটি দোকান পুড়ে যায়। এতে সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যাবসায়ীরা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, রাতে দ্বিগরাজ এলাকায় আগুনের খবর শুনে তাৎক্ষনিক এ এস আই আবুল হোসেনর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে সহায়তা করেছে বলে জানায় তিনি। বন্ধ দোকানের বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সুত্রপাত হতে পারে বলে জানায় থানার এ কর্মকর্তা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত