বাগেরহাটে ১৪০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো যুবরা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০৯ পিএম, রোববার, ২৭ জুন ২০২১ | ৬৩৩

বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার ১শ ৪০টি পরিবারকে জরুরী খাদ্য উপহার দিলো বাঁধন মানব উন্নয়ন সংস্থার যুব সদস্যরা। একশনএইড বাংলাদেশের সহযোগীতায় রবিবার (২৭ জুন) সকালে শহরের দশানীস্থ বাঁধন মানব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ খাদ্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম। বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে ও বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য ফারজানা রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, বিশিষ্ট সমাজ সেবক খোন্দকার জাহিদ হোপেসন মিন্টু, একশনএইডের ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমন, বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য স্বদেশ রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাঁধনের (এফোরআই) প্রকল্পের ১২টি যুব গ্রুপের সদস্যরা বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার করোনায় ক্ষতিগ্রস্ত ১শ ৪০টি দরিদ্র পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি ডাল, ৬টি স্যানিট্যারি ন্যাপকিন, ২ কেজি লবন, হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও ডিটারজেনসহ বিভিন্ন উপকরন বিতারন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত