বৈদ্যুতিক তার চুরির অপরাধে পিরোজপুরের ৬জন কচুয়ায় আটক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১২:৫৪ এএম, সোমবার, ১৪ জুন ২০২১ | ১৪০৮

বৈদ্যুতিক তার চুরির অপরাধে পিরোজপুর জেলার ৬জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে দুইলাখ টাকার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। রবিবার সকালে আটক ৬জনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

শনিবার বিকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার বাধাল গ্রাম থেকে বৈদ্যুতিক তারসহ এ ৬জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, পিরোজপুর জেলার সদর উপজেলার ডুমুরিতলা-শারিকতলা গ্রামের পরিতোষ মাঝির ছেলে পল্লব মাঝি(২০), বড় খলিশাখালী গ্রামের মৃত আব্দুল রব হাওলাদারের ছেলে মো.নাইম হোসেন(২২), গুয়াবাড়িয়া গ্রামের কালাম মৃধার ছেলে মালেক মৃধা (২৩),নরখালী গ্রামের আ.হাকিম শেখের ছেলে মানিক শেখ(৩০), মরিচাল গ্রামের হালিম শেখের ছেলে সুমন শেখ (৩৫) ও নেছারাবাদ(স্বরুপকাঠি) উপজেলার চামি (ইন্দেরহাট) গ্রামের মোদাচ্ছের আলী মোল্লার ছেলে জামাল মোল্লা (৬০)।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ২২ বান্ডেল বৈদ্যুতিক তার সহ ৬জনকে আটক করে। এবিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সহকারী প্রকৌশলী সৈয়দ রায়হান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত পুর্বক এ চোর সিন্ডিকেটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত