রামপালে আ. লীগের তপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে 

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ০৯:৪৬ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৯৩৬

রামপালের ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তপন কুমার গোলদারসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন। তিনি হুড়কা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও ৮ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৫ জন প্রার্থী বিজয়ের পথে রয়েছেন।
অন্য ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে রামপাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, মনোনয়ন প্রত্যাহারের (মঙ্গলবার) শেষ দিন পর্যন্ত ৩৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার চেয়ে আবেদন করায় ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুড়কাসহ ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদের একক প্রার্থী থাকায় ওই ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। অন্য ৫ টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এছাড়াও সাধারণ সদস্য পদে ৪২৫ জনের মধ্যে ৭৪ জন মনোনয়ন প্রত্যাহার করলেও সংরক্ষিত ১১৮ জন মহিলা আসনের প্রার্থীর কেহ মনোনয়ন প্রত্যাহার করেননি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত