কচুয়ায় খাদ্যের নিরাপদতা র্শীর্ষক সেমিনার

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:৪০ পিএম, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | ৪২৯

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সুষ্ঠির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা র্শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও কচুয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।


উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,নাজমা সরোয়ার,সহকারী কমিশনার (ভুমি)মাহেরা নাজনীন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কৃষি অফিসার লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জণ সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.পঙ্কজ কান্তি অধিকারী । সেমিনার পরিচালনা করেন বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত