Logo
table-post
শিশু বান্ধব থানা গঠনে ভান্ডারিয়ায় মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া  প্রতিনিধি

পিরোজপুরে ভান্ডারিয়ায় শিশু বান্ধব থানা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করেছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যেগে সোমবার দুপুর ১২ টায় ভান্ডারিয়া থানা মিলনায়নে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। এই সভায় আলোচনা করা হয়, কীভাবে থানাগুলোকে শিশু বান্ধব পরিবেশে রূপান্তরিত করা যায় এবং শিশু অধিকার সংরক্ষণের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

 

ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কোর্ডিনেটর স্পান্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা ড্যারেন এন্ড্রু কস্তা বলেন, "শিশুদের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে আরও সচেতন এবং শিশু বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। থানাগুলোকে এমনভাবে সাজানো উচিত যাতে শিশুদের এখানে এসে কোনো ধরনের মানসিক চাপ বা ভয় না হয়।"

 

এছাড়া, সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার বলেন, "আমরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা তাদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করতে চাই।"

 

সভায় শিশুদের জন্য বিশেষ সুবিধা, নিরাপত্তা, এবং তাদের ব্যাপারে সংবেদনশীল আচরণ নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য এবং শিশু অধিকার সংগঠনের প্রতিনিধিরা।

এসময় ভান্ডারিয়া থানাকে শিশু বান্ধব থানা গঠনে লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার পক্ষ থেকে একটি বুক সেলফ, ২৪ টি বই ও শিশুদের জন্য ১ সেট খেলানা হস্তান্তর করেন।

@bagerhat24.com