Logo
table-post
মোংলা বন্দর জেটিতে একই সাথে ৩টি বাণিজ্যিক জাহাজের অবস্থান
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশী বাণিজ্যিক জাহাজ ও একটি বার্জ। 

এছাড়াও পোর্ট লিমিটের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশী জাহাজ অবস্থান করছে।

মোংলা বন্দর  কর্তৃপক্ষের  বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ  তথ্য নিশ্চিত করেন। 

 

তিনি প্রেস নোটে  আরো জানান, এ বছরের ২৭ জানুয়ারি  পর্যন্ত এ বন্দরে মোট ৭৪ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করে। এসকল জাহাজে- এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়ী ইত্যাদি পন্য খালাশ বোঝাই হয়েছে এ মোংলা বন্দর থেকে। 

 

জেটিতে আগমনকৃত তিনটি জাহাজের মধ্যে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি কে এস  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বন্দরের নয় নং জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী 

এম ভি মার্কস  নামক জাহাজটি বন্দরের সাত নং জেটিতে ভিড়েছে। ভারতের পতাকাবাহী  এম ভি জাইরা  নামক জাহাজটি বন্দরের ছয়  নম্বর জেটিতে ভিড়েছে। পানামা পতাকাবাহী এম ভি বাটাম  নামক জাহাজটি বন্দরের আট  নম্বর জেটিতে ভিড়েছে।

@bagerhat24.com