Logo
table-post
বাগেরহাটে কম্বল পেলেন শীতার্থ রোগীরা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হতদরিদ্র শীতার্থ রোগীরা কম্বল পেলেন। সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় শিশু-বৃদ্ধ-নারী রোগী ছাড়াও হাসপাতালে কর্মরত খন্ডকালিন এবং হাসপাতালে কর্মরত পৌর সভার চতুর্থ শ্রেনীর সকল কর্মচারী ও মুনিগঞ্জ মহা-শ্মশানসহ স্থানীয় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার এর সভাপতিত্বে এ অনুষ্টানে সন্মানিত অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাধায়ক ডা: অসীম কুমার সমদ্দার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সামসুদ্দিন মোল্লা, ডা: আয়েশা সিদ্দিকা তুবা, ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম, ডিপিএফ সদস্য এস এম মঞ্জুরুল হাসান মিলন, শেখ আসাদ, তিথী দেবনাথ, গোপী নাথ সাহা, দেবাশীষ দাস, ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসনের সহযোগীতায় এবং ডিস্ট্রিক পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্টান সঞ্চালনা করেন ডিপিএফ-এর সাধারণ সম্পাদক এম এ সালাম সেখ।


এ সময় তীব্র শীতে দরিদ্র রোগী ও অসহায় শীতার্থ ব্যক্তিরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা জেলা প্রশাসন ও ডিপিএফ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মহিলা ওয়ার্ডে ভর্তি বয়স্ক নারী আরিফা বেগম বেগম বলেন, এ বছর শীতে খুব কষ্ট হচ্ছে। তবে কম্বল পেয়ে খুব ভালো লাগছে। আমার মতো অনেক নারী এবং শিশু-বৃদ্ধ রুগীরা কম্বল পেয়েছে। এজন্য জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তারা ধন্যবাদ জানান।

@bagerhat24.com