
বাগেরহাটে জ্বালানীখাতে সুশাসন নিশ্চিতের দাবীতে মানববন্ধন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে সচেতন নাগরিক কমিটির (টিআইবি) উদ্যোগে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ এ নবায়নযোগ্য ব্যবহারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’ উপলক্ষে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনাক বাগেরহাট এর সহ-সভাপতি ফিরোজা নাসরিন ডলি এর সভাপতিত্বে এবং ইয়েস দলনেতা মো: মাহমুদ হাসান ছাকিব এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সনাকের পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়েস সহ-দলনেতা নওরিন কবির নিম্মি, ইয়েস সদস্য মো: আলিমুজ্জামান, এডিডি’র প্রকল্প সমন্বয়কারী এহসানুল হক, ডিপিএফ সাধারন সম্পাদক মো: আ: সালাম সেখ, আইআরভি’র হাসান মাহমুদ, বাঁধন মানব উন্নয়ন সংস্থার অর্ণব মিস্ত্রি, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, অসীমা ঘোষ, বাবুল সরদার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর, শেখ বশির আহমেদ প্রমুখ।
বক্তাগণ বলেন, পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব নিতে হবে। শুধু সচেতনতা নয় সরকার, জনগণ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ এবং সেই মোতাবেক কাজ করে যেতে হবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নবাযনযোগ্য জ্বালানীর বিকল্প নেই। বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানীর ওপর অতিমাত্রায় নির্ভরশীল যেখানে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার মাত্র ৪.৬৫ শতাংশে সীমাবদ্ধ। জীবাশ্ম জ¦ালানী নির্ভরতা কমাতে সরকারকে সময়োপগী নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করতে জোরদাবী জানানো হয়।
বক্তাগণ আরো বলেন, নবায়নযোগ্য জ¦ালানীর প্রসারে টেকসই নীতিমালা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো প্রয়োজন। জীবাশ্ম জ্বালানী প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য জ¦ালানীর ওপর বেশী গুরুত্ব দিতে হবে। তরুণদের সম্পৃক্তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানী ব্যবহারের আন্দোলন বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধনে জ্বালানীখাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানীর রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১২ দফা সুপারিশ পেশ করে।
মানববন্ধন কর্মসূচিতে বাঁধন মানব উন্নয়ন সংস্থা, আইআরভি, ডিপিএফসহ সাংবাদিকবৃন্দ, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।