Logo
table-post
কচুয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
“বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি”করলে সঞ্চয় দুই’শ টাকা সরকার দেবে চার’শ টাকা এই প্রতিপাদ্যে বাগেরহাটের কচুয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 


২৬ জানুয়ারী ১১ টায় উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিআরডিবির ইরেসপো প্রকল্পের আয়োজনে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওয়াতায়  ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান শিক্ষক পিটুন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সার্জন জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল,বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া সহ বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।#

@bagerhat24.com