Logo
table-post
নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটাতে পিঠা উৎসব
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে নতুন প্রজন্মের সাথে গ্রাম বাংলার পিঠাপুলির পরিচয় করে দিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী চিতলমারীর বড়বাড়িয়া নজিরোন নেসা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে মাঠে এ পিঠা উৎসব হয়।

সন্ধ্যায় পিঠা উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের নারীরা হাতে তৈরি হরেকরকম পিঠা নিয়ে হাজির হন। উৎসবে বিশেষ করে শীতকালীন বিভিন্ন রকমের পিঠাপুলির প্রদর্শন করা হয়। উৎসবে মানুষের ঢল নামে। গ্রাম বাংলার এ উৎসবের ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখতে নজিরোন নেসা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের আয়োজনে দিনপ্যাপী উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বতঃস্ফূর্ত  অংশগ্রহন করেন। 


এ সময় মাঠে বিভিন্ন স্টলে শোভা পায় হরেকরকম পিঠা। এরমধ্যে ভাপাপিঠা, পাটিসাপটা, পুলি, দুধকলি, চিতই, পানপিঠা, মাংস পুলি, সুন্দরী পিঠাসহ নানা ধরনের পিঠা।


উৎসবের উদ্বোধন করেন, নজিরোন নেসা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শাফু। 


ওই বিদ্যালয়ের শিক্ষক অন্তরা ও সুবর্ণা আক্তার বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ঋতুতে পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। এ ছাড়া বাড়িতে অতিথি এলে পিঠা খাওয়া গ্রাম বাংলার মানুষের ঐতিহ্য হিসেবে বিবেচিত। কালের বিবর্তনে এ ঐতিহ্য ম্লান হয়ে আসছে। তাই বর্তমান প্রজম্মকে গ্রাম বাংলার পিঠার সাথে পরিচয় করে দিতে আমাদের এ আয়োজন।’ 

@bagerhat24.com