Logo
table-post
বাগেরহাটে হিন্দু কল্যান ট্রস্টের উদ্যোগে শ্রেষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলায় হিন্দুধর্মীয় কল্যান ট্রস্টের উদ্যোগে শ্রেষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে বাগেরহাট বাসাবাটি সার্ব্বজনীন দুর্গা মন্দিরে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা: ফকরুল হাসান।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাগেরহাটের সহকারী প্রকল্প পরিচালক পর্ণা রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক পলিসি ফোরামের (ডিপিএফ) সভাপতি বাবুল সরদার, সনাতন ধর্মীয় নেতা নিলয় কুমার ভদ্র। এসময় আরও বক্তব্য দেন, ফিল্ড সুপার ভাইজার মনোতোষ রায়, চিরঞ্জীব মল্লিক, সিও জয়দেব রায় প্রমুখ। এসময় মন্দির কমিটির সদস্যবৃন্দ ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাগেরহাট জেলার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচ জন শ্রেষ্ঠ শিক্ষক ও দশ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ডিডিএলজি ডা: ফকরুল হাসান বলেন, শিশুদের নৈতিক শিক্ষা আগামী দিনের মানবিক মানুষ গড়তে সহায়তা করে। দেশপ্রেমিক মানবিক মানুষ অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে খুবই জরুরী। এজন্য শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল হতে তিনি আহব্বান জানান।

@bagerhat24.com