
মোরেলগঞ্জে ভোররাতে দুটি দোকান পুড়ে ছাই
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মোরশেদ হাওলাদারের কসমেটিক্সের দোকান ও দেলোয়ার গাজীর টিনের গুদামঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে দোকান দুটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
মোরেলগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, ঘন কুয়াশার কারনে তাদের ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন স্বচ্ছ ধারনা পাওয়া যায়নি।
ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।