রিপাবলিক বাংলাকে দাঁতভাঙা জবাব দেওয়া নরেন্দ্রনাথ চিতলমারীর সন্তান
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
ভারত হেরে বোকা হবে, বেড়া এক ইঞ্চি ঢুকলেও ভেঙে ফেলবো। কলকাতাভিত্তিক ভারতীয় টেলিভিশন চ্যানেল 'রিপাবলিক বাংলা’কে এ ভাবে দাঁতভাঙা জবাব দেন বাংলাদেশি নাগরিক নরেন্দ্রনাথ মজুমদার। জবাবে না পেরে বিশেষ অনুষ্ঠান ‘সোজাসুজি স্বর্ণালী’র আলোচকরা তাকে আক্রমণ করে বলেন আপনি কি সত্যিই হিন্দু? এ প্রশ্নের উত্তরে তাঁর গ্রামের মানুষ জানিয়েছেন, হ্যাঁ নরেন্দ্রনাথ মজুমদার সত্যিই হিন্দু। সে বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের সন্তান। গত ৭ জানুয়ারী বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় নরেন্দ্রনাথ মজুমদার ভারতীয় টেলিভিশন চ্যানেল 'রিপাবলিক বাংলা’র আমন্ত্রণে বিশেষ অনুষ্ঠান ‘সোজাসুজি স্বর্ণালী’র আলোচনায় ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারী) শিবপুর গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, নরেন্দ্রনাথ মজুমদার ১৯৮০ ইং সালে ওই গ্রামে এক হিন্দু কৃষক পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা জগদীশ চন্দ্র মজুমদার। মা কালিদাসী মজুমদার। জন্মের পর তাঁর মামা অনুপ সরকার (পিটিআই সুপারিন্টেন্ডেন্ট) নাম রাখেন নরেন্দ্রনাথ মজুমদার এবং শিক্ষা জীবনের হাতেখড়ি এই মামার হাতেই হয়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সকলের ছোট নরেন্দ্র। বাবা জীবিত থাকা অবস্থাতেই বোনদের বিবাহ দিয়েছেন।
শিক্ষা জীবন প্রথমে শিবপুর মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া। এরপর চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি তাঁর বাবা পরলোকে গমন করেন। তারপর থেকেই তাঁর সংগ্রামী জীবন শুরু হয়। এরপর চিতলমারী শেরে বাংলা কলেজ পড়াশুনা শেষে চিতলমারীতে ব্যাবসা শুরু করেন। ২০০৮ তাঁর মা পরলোকে গমন করেন। ২০১২ ব্যবসার উদ্দেশ্য ঢাকা চলে যান। ২০১৬ বৃহত্তর রামপুরা হাতিরঝিল থানাধীন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৩ সালে বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানেও ব্যাবসায়িক কাজে পরিবার পরিজন নিয়ে ঢাকাতে থাকেন।
ছাত্র জীবন বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও দির্ঘ বাইশ বছর অর্থাৎ ২০০৩ সালের পর আর কোনো কর্ম সূচিও কমিটিতে দেখা যায় নাই।
নরেন্দ্রনাথ মজুমদারের গ্রামের বাড়ির প্রতিবেশী স্কুল শিক্ষক বিপদ ভঞ্জন ও রামকৃষ্ণ হাজরা বলেন, ‘নরেন্দ্রনাথ মজুমদারের বাড়ি আমাদের বাড়ির পাশে। ছোটবেলা থেকেই সে সাহসী ও দেশপ্রেমিক। সে অত্যান্ত ধর্মভিরু ও ন্যায়পরায়ন। শ্রী শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এম.এ. ট্রিপল সপ্ততীর্থ)’র থেকে দীক্ষা গ্রহন করে এবং সে মনেপ্রাণে হিন্দুত্ব ধারন ও লালন করে, ধর্মের যাবতীয় আচার আচরণ পালন করে।’
বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে নরেন্দ্রনাথ মজুমদার মুঠোফোনে বলেন, ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ধন এবং শস্য এই পৃথিবীতে অত্যন্ত সম্মানিত। মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে মানচিত্র পেতে আমার দেশের ত্রিশলক্ষ মা বোন জীবন দিয়েছেন। যে মাটিতে আমার জন্মদাত্রী মা জন্মদাতা পিতা এবং আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী সমাহিত আছেন সে দেশে আমার কাছে পৃথিবীর সকল তীর্থক্ষেত্রর চেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং দেশমাতৃকার প্রশ্নে কোনো আপোষ নয়। দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আমি সর্বদা প্রস্তুত।’