বাগেরহাটে শিক্ষকের জমি দখল ও হয়রাণির অভিযোগ
01/01/1970 12:00:00
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোষনা এলাকার মোল্লা কাইজার আলী নামের এক শিক্ষকের জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতিপক্ষ আবুল কালাম জমি দখলে রাখতে, তাকে নানা ভাবে হয়রানিও করছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, সুন্দরঘোনা মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু জমিতে ভূমিহীন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে থাকতে দিয়েছিলাম্ । কিন্তু আমাদের উদারতার সুযোগ নিয়ে আবুল কালাম আজাদ ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের অপচেষ্টা করে আসছিল। আওয়ামী সরকারের আমলে জোরপূর্বক তারা আমাদের জমিতে বেরা দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় বেআইনি বেড়া উপড়ে ফেলি। এরপরেও তাদের অপচেষ্টা থেমে নেই।
সম্প্রতি তারা আমাদের উপর হামলা করে। আমার সন্তানরা আমাকে বাঁচাতে আসলে ওই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা আমাদের জন্য অস্বস্তির। তাদের নির্যাতনের পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে।
এছাড়া মিথ্যা অভিযোগে মামলা দিয়ে আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্য করার চেষ্টা করছে। আমরা এই অত্যাচারীর বিচার চাই।