Logo
table-post
চিতলমারীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বিদ্যালয়ের আয়োজনে ১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক মুন্সি স্মৃতি সংঘ এ বৃত্তির অর্থ দেন।  


বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিটু সুলতান জানান, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ এনামুল হক মুন্সির স্মরণে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণী তিনজন করে মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। 


প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শিমুল মুন্সি জানান, শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য আমরা এ বৃত্তি চালু করছি এবং প্রতিবছর জানুয়ারী মাসে আমাদের পরিবারের পক্ষ থেকে এ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি প্রদান করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এম এ খসরু আহম্মেদ ও সহকারী প্রধান শিক্ষক লীলা প্রকাশ গোস্বামী প্রমুখ। 

@bagerhat24.com