Logo
table-post
শীতার্তদের মাঝে মোংলা বন্দরের কম্বল বিতরণ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

সামাজিক দায়বদ্ধতা থেকে পোর্ট এলাকা ও এর আশপাশে অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের  উদ্দ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। 

 

২০  জানুয়ারী সোমবার  বন্দর কর্তৃপক্ষ এ শীতবস্ত্র বিতরণ করেন। এক প্রেস নোটের মাধ্যমে মোংলা বন্দর কতৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরেরর ন্যায় এবারও মোংলা বন্দর কর্তৃপক্ষ সমাজের পিছিয়ে পড়া গরীব, শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করে। স্থায়ী বন্দর এলাকা, মোংলা বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন হতে ইপিজেড পর্যন্ত রেললাইনের পার্শ্ববর্তী এলাকা, বালিরমাঠ ও টেপামারী ব্রিজ (বুড়িরডাঙ্গা) এবং খুলনাস্থ পোর্ট সংলগ্ন এলাকায়  এ কম্বল বিতরণ করা হয়।

বর্তমান সরকারের প্রচেষ্টায় মোংলা বন্দর এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, অন্য বছরগুলোর তুলনায় বর্তমানে   পন্য বোঝাই দেশী-বিদেশী জাহাজের সংখ্যা বৃদ্ধি এবং রাজস্বও আয় হচ্ছে আগের তুলনায় বেশী । তাই বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সময় সহায্য সহযোগীতা করে আসছে। সোমবার  বন্দর সংলগ্ন উপকুলীয় এলাকার এক হাজার  গরিব দুস্থ্য অসহায় মানুষের মাঝে শিতবস্ত্র বিতারন করার সিদ্ধান্ত গ্রহন করেন বন্দর কর্তৃপক্ষ।

 

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন  বলেন, মোংলা বন্দর কতৃপক্ষ  বন্দরের আশপাশ এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়ই। দেশের বিভিন্ন  দুর্যোগকালীন মুহূর্তে আমরা যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যাই । 

 

তিনি আরো বলেন, আপনাদের আশপাশে গরীব প্রতিবেশী যারা আছে শীতে কষ্ট পাচ্ছে,  কর্মহীন হয়ে আছে বা শীতের বস্ত্র কেনার সামর্থ নেই তাদের  সাহায্য করুন। আমরা মানুষ তাই আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসার আহবান জানান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ শাহীন ।

@bagerhat24.com