Logo
table-post
ফকিরহাটের খাজুরায় তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড: দুইকোটি টাকার ক্ষতি
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটের বড়খাজুরা এলাকায় মের্সাস নিয়ামুল এন্টারপ্রাইজ নামক একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ডে মিলটি পূড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় এর্দুঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও সম্পূর্ণ মিলটি পুড়ে শেষ হয়ে যায়। 

এতে মিল মালিকের প্রায় দুইকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে মিল মালিকের দাবী। প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের বড়খাজুরা বাসষ্ট্যান্ডের পাশের্^ মের্সাস নিয়ামুল এন্টারপ্রাইজ নামক এই তুলার মিলটি অবস্থিত। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মিলের মধ্যে যখন ১৯/২০জন মহিলা শ্রমিক কাজ করছিলেন, সে সময় বিদ্যুতের বোর্ড হতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুর্হুত্বের মধ্যে সমগ্র আগুন কারখানা ও গোডাউনে ছড়িয়ে পড়ে। 

পরে ফকিরহাট ফায়ার সার্ভিস কর্মিরা খবর পেয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও দুটি ভবনের মেশিন মটর বিপুল পরিমানে কাচামালামাল রক্ষা করতে পারেনী। মিল শ্রমিক হাসিনা বেগম ও আকলিমা বেগম সহ একাধিক শ্রমিকরা জানান, মিলে আগুন লাগার সময় মালিক ও মিস্ত্রিরা কেহ মিলের মধ্যে ছিলেন না। ঘটনার খবর শুনে মালিক ও মিস্ত্রিরা মিলে আসেন। আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান ও মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবির ঘটনা স্থান পরিদর্শন করেছেন। 

এব্যাপারে মের্সাস নিয়ামুল এন্টারপ্রাইজ এর (তুলার মিল) প্রোপ্রাইটর মোঃ রফিকুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ধার দেনা ও ব্যাংক লোনের মাধ্যমে তিনি মিলটি তিলেতিলে গড়ে তুলেছেন। আগুনে পূড়ে দুটি ভবনের ৭টি মেশিন, ৪টি মটর, গোডাউনে থাকা বিপুল পরিমানে কাচা মালামাল সহ সব পুড়ে শেষ হয়ে যাওয়ায় তিনি পথে বাসার উপক্রম হয়েছেন। 
 

@bagerhat24.com