Logo
table-post
ফকিরহাটে ঘের থেকে মাছ চুরি ও সবজি ক্ষেত কর্তন করে ব্যাপক ক্ষতি
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা একজন অসহায় ঘের মালিকের ঘের হতে মাছ চুরি ও ঘেরের ভেড়ীবাঁধের উপর রোপনকৃত কলাগাছ সহ বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত কর্তন করে ফসলের ব্যপক ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যার পরে।

ভুক্তভোগী ভবনা গ্রামের মরহুম আমজার শেখ এর পুত্র মোঃ হান্নান শেখ, অভিযোগ করে বলেন, তিনি তার রেকর্ডীয় ও ভোগদলীয় জমিতে মাছের ঘের কেটে সেখানে দীঘদিন যাবৎ মাছ চাষ ও ঘেরের ভেড়ীবাঁধের উপর কলাগাছ ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা ঘের থেকে মাছ চুরি ও ভেড়ীবাঁধের উপর রোপনকৃত সবজি ক্ষেত কর্তন করে পালিয়ে যায়। এতে তার প্রায় ২লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নী। 
 

@bagerhat24.com