
ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আর নেই
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান আর নেই।
তিনি রোববার (১৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে খুলনা সিটি মেডেকিল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেখ মিজানুর রহমান ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের মৃত শেখ মকবুল শেখের বড় ছেলে।
মরহুমের জানাযা নামাজ এদিন বিকেল ৩টায় কাঠালতলা মাদ্রসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে কাঠালতলা গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযা নামাজ অনুষ্ঠানে বিভিণ্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভূগছিলেন। সম্প্রতি তিনি বেশী অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল কারেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।