চিতলমারীতে ভিনগোলার্ধের শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ভিনগোলার্ধ নামের একটি প্রতিষ্ঠান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় কাপুড়িয়া পট্টিতে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভিনগোলার্ধের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নাসিমের পক্ষে এ সময় শীতবস্ত্র বিতরণ করেন অধ্যাপক সুরঞ্জন কুমার দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা, ভিনগোলার্ধ প্রতিনিধি সরদার মেহেদী হাসান ও ভিনগোলার্ধ চিতলমারীর মূখপ্রাত্র মো. জোবায়ের সরদার মার্জিন।
ইতোপূর্বে ভিনগোলার্ধের প্রচেষ্টায় চিতলমারীতে ‘বইরাজ্য’ নামে দুটি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।