
ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় থানা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এই বিশেষ অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে নিরাপত্তা, অপরাধ দমন এবং জনস্বার্থে নানা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পুলিশ সাধারণ জনগণের সমস্যা শোনেন এবং তাদের সুরক্ষা নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করেন। পাশাপাশি, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কীভাবে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সে বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রফেসর আঃ সোবাহান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সভাপতি আলহাজ¦ বাদশা জোমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির মুন্সী, ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সাংবাদিক এনামুল কবির সোহেল প্রমূখ।