ফকিরহাটে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে তারুণ্যের উৎসব এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। কুইজ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ হয়েছে।
এতে অংশগ্রহন করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সৈয়দা জারিন তাসনিম সাবা, দশম শ্রেণির ছাত্রী আনিকা তাবাচ্ছুম কেয়া, সপ্তম শ্রেণির ছাত্রী এলমা বাসার। এর মধ্যে গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সৈয়দা জারিন তাসনিম সাবা।
এছাড়াও কলেজ পর্যায়ে সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।