Logo
table-post
কচুয়ায় দরিদ্র মহিলাদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষন
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু
কচুয়ায় আয়বর্ধনমূলক উন্নত জাতের হাঁস-মুরগি পালন বিষয়ক তিন দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিআরডিবি হলরুম ও মাঠ পর্যায়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা বিআরডিবির প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের উন্নত জাতের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক রাশেদুল আলম। 


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপ-পরিচালক বিআরডিবি বাগেরহাট মোহাঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম ,সহকারী পল্লী উন্নয়ন প্রবীর কুমার মন্ডল,খামার বিশেষজ্ঞ তরিকুল ইসলাম,হিসাব সহকারী শিলু মন্ডল,মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী ও নাহিদ ইমরান।

আধুনিক পদ্ধতিতে হাঁস মুরগীর খামার তৈরি, বিভিন্ন রোগ ও তার সমাধান সহ খামার সংশিষ্ট বিষয়ে শিখানো হয়। অনলাইনে যুক্ত থেকে  প্রশিক্ষনের  সার্বিক তদারকি করেন  প্রকল্প সংশিষ্ট  সদর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ।


 

@bagerhat24.com