মোরেলগঞ্জে বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করে দলীয় অফিস থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাউলিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মইন হাওলাদার সরোয়ার মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে মইন হাওলাদার বলেছেন, সম্প্রতি খাউলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাড. আব্দুস সালামের নির্দেশে ২নং ওয়ার্ড বিএনপির সদস্যদের নাম তালিকাভূক্তির জন্য দলের প্রকৃত কর্মীদর নিয়ে অফিসে গেলে দলের কয়েকজন নেতাকর্মী মিলে তাকে(মইন হাওলাদার সরোয়ার) লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয়। মইন হাওলাদার এ ঘটনার বিচারসহ খাউলিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিতের দাবি জানিয়েছেন।