Logo
table-post
কচুয়ায় ভুট্টাবীজ বিতরণ
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু
কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ভুট্টা চাষিদের বিনামূল্যে ভুট্টাবীজ বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।


বহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগীর সভাপতিত্বে  ভুট্টাবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।

অন্যান্যের উপস্থিত ছিলেন, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন।

উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এদিন ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক ভুট্টা চাষিকে জন প্রতি ২ কেজি করে উচ্চ ফলনশীল জাতের ভুট্টাবীজ বিতরণ করা হয়।

@bagerhat24.com