Logo
table-post
ফকিরহাটে বাল্যবিবাহ নিরোধ  আইন বিষয়ে প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবীর ও বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেদা পারভীন।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা অতিশ তরফদার ও আনসার বিডিপি কর্মকর্তা আশালতা মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ইউপি সচিব ও এনজিওকর্মিরা উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com