Logo
table-post
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে গণ-সমাবেশ
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক


ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদসহ চরমোনাই পীর ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় গণ-সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৩১ আগস্ট) বিকেলে কচুয়া উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই সমাবেশ হয়।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ মাহফুজুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফকির মোঃ শহিদুল ইসলাম, মোঃ কবির হোসেন বাচ্চু পাইক, মাও. ফারুক হোসাইন, মাও. হুমায়ুন কবির, হাফেজ মোঃ নরুরুল ইসলাম, মাও. মোস্তফা বিন মাহবুব, যুবনেতা ইব্রাহীম খলিলুল্লাহ, মাও. শহিদুল ইসলাম, মুফতি সরদার ইমরান হোসাইন, মাও. মঈনুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, আওয়ামী সৈরশাসকের দোসর ভারত আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিতে চায় না। তারা সারাজীবন আমাদেরকে ভারতের গোলাম বানিয়ে রাখতে চায়। ফারাক্কা বাধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিস্তার সমাধান করেনি, আর প্রতি বছর পানি ছেড়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে। এবারও ভারতে পানিতে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমরা ভারতের এই স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এই ধরণের দুসাহস দেখাকে তৌহিদী জনতা বসে থাকবে না বলে হুশিয়ারী দেন ইসলামী আন্দোলনের নেতারা।


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনে গনহত্যার সঠিক বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন নির্বাচন, দূর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষনা করা। 


সমাবেশে ইসলামী আন্দোলন ও অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

@bagerhat24.com