Logo
table-post
মোরেলগঞ্জে আইনের আশ্রয় নিয়ে বিপাকে বিধবার পরিবার
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি:
মোরেলগঞ্জে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর ও লুটের ঘটনায় আইনের আশ্রয় নিয়ে বিপাকে পড়েছেন এক বিধবা নারী। ভূক্তভোগী ওই নারীর নাম শ্যামলী গেম। দুই সন্তানের জননী শ্যামলী বেগমের বাড়ি পৌরসভার ভাইজোড়া গ্রামে।

গত ৫ জুলাই মধ্যরাতে ১৫-২০ জনের একটি বাহিনী শ্যামলী বেগমের ঘরে ঢুকে তার দুই সন্তান ও তাকে বেধেঁ ঘরের মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে ঘরটির খুটি কেটে কাত করে ফেলে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শ্যামলী বেগম বাদি হয়ে মোশারেফ শেখ, লাকি ইয়াসমিনসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলার এজাহারভূক্ত ৩জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

পরবর্তীতে আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য একের পর এক বাদিকে চাপ প্রয়োগ করে আসছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শ্যামলী বেগম সোমবার বেলঅ ১১ টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেণ।

শ্যামলী বেগম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে বিগত সরকারের আমলে স্থায়ীয় নেতাদের ছাত্রছায়ায় তার আপন বোন লাকী বেগম স্থানীয় একটি বাহিনী ভাড়া করে তার(শ্যামলী বেগমের) বাড়িতে ভাংচুর ও লুটের ঘটনা ঘটায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ভবতোষ রায় বলেন,  শ্যামলী বেগমের বসতবাড়িতে হামলার ঘটনায় ৩ জন আসমিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে। শ্রীঘ্রই চার্জশীট পাঠানো হবে আদালতে। 

@bagerhat24.com