
সাংবাদিককে হুমকি দাতার শাস্তির দাবী কচুয়ার কর্মরত সাংবাদিকদের
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
বাগেরহাটের সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে হুমকি দাতার দৃষ্টান্তমুলক শাস্তি ও দল থেকে বহিস্কারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন,সাংবাদিক কাজী ছাইদউজ্জামন সাইদ, সমির বরন পাইক, শুভংকর দাস বাচ্চু,রথিন সাহা,তুষার রায় রনি, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল, নকীব মিজানুর রহমান, পার্থ চক্রবর্তী, মোঃ রুমান, আজমির আলম খান, শেখ সাইদ,ফরিদুর রহমান শামিম।
দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা বাগেরহাট টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে সোমবার বিকাল ৫টার দিকে সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ নিজেকে জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দাবী করে মুঠো ফোনে দেখে নেয়ার হুমকি হুমকি দেয়।