Logo
table-post
কচুয়ায় ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
কচুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


মঙ্গলবার  সকালে  উপজেলার  চত্তরের  পাশে এ খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন করেছেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নাওশাদ। এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তর কর্মকর্তা রিপন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দা সামিয়া আক্তার।  

প্রতিদিন দুই হাজার কেজি করে দুটি পয়েন্টে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে সরকারি ছুটি (শুক্র,শনি) বাদে এই চাল বিতরণ করা হবে।

এ কার্যক্রম আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটি চলমান থাকবে। একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। নতুন করে বরাদ্দ পেলে পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধি করা হবে বলে খাদ্য অধিদপ্তর কর্মকর্তা জানায়।

@bagerhat24.com