
ভান্ডারিয়ায় আল- আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভান্ডারিয়ায় আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ৩শত দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সড়ক ও জনপদ রেষ্টহাউজ চত্বরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার আয়োজনে এ সকল কম্বল বিতরণ করা হয়।
আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুদ দাইয়ান খান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মো আমির হোসেন খান ,উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আহম্মদ মারুফ তালুকদার এসময় শাখার কর্মকর্তা ও ব্যাংক গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন।
আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুদ দাইয়ান খান জানান, ‘এই শীতে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে, হতদরিদ্র ওইসব মানুষের কথা চিন্তা করে আল- আরাফাহ্ ব্যাংক শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
তারই ধারাবাহিকতায় ভান্ডারিয়া উপজেলার দুস্থ অসহায় ৩ শত জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।