Logo
table-post
মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি 
৭ দফা দাবীতে মোংলায় লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এ লিফলেট বিতরণ শুরু করেন তারা। এ সময় তারা সরকারী-বেসরকারী দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও পথচারী মাঝে এ লিফলেট বিতরণ করেন। 

লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র বাগেরহাট জেলা যুগ্ম আহবায়ক ঝুমা আক্তার বলেন, ৭২ এর সংবিধান বিলুপ্তি করতে হবে। কারণ এরমধ্যে ফ্যাসিবাদ যন্ত্র লুকিয়ে রয়েছে। এ সংবিধান বাতিল না করলে নতুন যে সরকার আসবে তারাও ফ্যাসিবাদে পরিণত হবেন। এছাড়া যথা শীঘ্রই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে।

 তারা আরো বলেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কার্যত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।

 

জুলাই অভ্যুত্থান শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে এমন দাবীসহ ৭ দফা সকল জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

@bagerhat24.com